বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই

দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শিবসেনাকে সঙ্গে নিয়েই পথ চলার আবহ তৈরি হয়ে গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরের প্রথম দিনেই।

Must read

মুম্বই : দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শিবসেনাকে সঙ্গে নিয়েই পথ চলার আবহ তৈরি হয়ে গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরের প্রথম দিনেই। উদ্ধবপুত্র আদিত্যও সোশ্যাল মিডিয়ায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে পথচলার ব্যাপারে আলোচনা হয়েছে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও একই মত পোষণ করেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-ফের হার ইস্টবেঙ্গলের, বাগানের ডার্বি উৎসর্গ চুনীকে

দীর্ঘদিন বাদে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ও মুখ্যমন্ত্রীপুত্র আদিত্য ঠাকরে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মুম্বইয়ে নেত্রী যে হোটেলে উঠেছেন সেখানেই সঞ্জয় ও আদিত্য আসেন।

দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় রাউত লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলা ও মহারাষ্ট্র নিয়ে কথা হয়েছে। দুটি রাজ্যেরই লড়াইয়ের ইতিহাস রয়েছে। আমরা কেউই মাথা নিচু করব না। সঙ্গে যোগ করেছেন, মমতাদি সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে উদ্ধবজির দ্রুত সুস্থতা কামনা করেছেন। উদ্ধবপুত্র আদিত্য ঠাকরেও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সঙ্গে মহারাষ্ট্রের মেলবন্ধন রয়েছে। এদিন আমরা দু’রাজ্যের পর্যটন নিয়ে কথা বলেছি। সর্বোপরি একসঙ্গে পথ চলা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। দিদি এসেছেন আমাদের শহরে তাঁকে আমরা স্বাগতও জানালাম।

আরও পড়ুন-এ মাসেই স্মার্ট ফোনে মিলবে মেট্রোর টিকিট

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে প্রধান মুখ। বিভিন্ন রাজ্যের নেতারা যোগ দিচ্ছেন দলে। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সমমনোভাবাপন্ন সহযোগী দলগুলিকে সঙ্গে নিয়েই ২০২৪-এর লড়াইয়ে এগোতে চায় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে শিবসেনা যেমন আছে আবার এনসিপিও আছে। তাই এই সফরে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নেত্রী নিজেই বলেছেন, মুম্বইয়ে আসব অথচ শরদজির বাড়িতে যাব না তা তো হয় না। উদ্ধবজির বাড়িতেও যেতাম কিন্তু তিনি অসুস্থ। ডাক্তারের বারণ রয়েছে। তাই তাঁর সঙ্গে দেখা করা গেল না। তাঁর পুত্র আদিত্যর সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ওয়ার্ডের বাসিন্দাই এজেন্ট

এদিন মুম্বই পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় যান সিদ্ধিবিনায়ক মন্দিরে। সকলের মঙ্গল কামনায় পুজো দেন। উদ্ধব ঠাকরের দ্রুত সুস্থতার জন্যও পুজো দিয়েছেন। মন্দির কমিটি ও ট্রাস্টির সকলকে ধন্যবাদ জানান তিনি। মন্দির কমিটির তরফে তাঁকে একটি গণেশমূর্তি উপহার দেওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শ্রদ্ধা জানান ২৬/১১ হামলায় মুম্বই পুলিশের শহিদ তুকারাম ওমলেকে। তাঁর মূর্তিতে মাল্যদান করে তুকারামের আত্মবলিদানের কথা স্মরণ করেন।

আরও পড়ুন-ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হবে ভারী বৃষ্টি

বুধবার দিনভর মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর বারোটায় মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে মিলিত হবেন তিনি। দুপুর তিনটেয় যাবেন শরদ পাওয়ারের বাড়িতে। এরপর বিকেল পাঁচটায় যোগ দেবেন শিল্প সম্মেলনে। যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির শিল্পপতিরা। মঙ্গলবার রাতেই মুম্বই পৌঁছেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারের বিভিন্ন কর্মসূচিতে তিনিও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Latest article