নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : তেলেঙ্গানা (BJP- Telangana) দখল করতেও বিজেপির সেই পুরনো নীতিই আশ্রয়। এখনো বিতর্ক মেটেনি কাশ্মীর ফাইলস নিয়ে। সামনের বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বচন। তারমধ্যে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও বিজেপির মধ্যে বিবাদ চরমে উঠছে। এরমধ্যেই তেলেঙ্গানায় নির্বাচনকে সামনে রেখে নিজাম এবং রাজাকার বাহিনী নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। অন্তত তিনজন ছবি নির্মাতা এই বিষয়টিতে কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজন কাশ্মীর ফাইলসের প্রযোজক অভিষেক আগরওয়ালও। দ্বিতীয় ব্যক্তি তেলেঙ্গানার এক বিজেপি নেতা যিনি ইতিমধ্যেই নিজামকে নিয়ে স্ক্রিপ্টও তৈরি করে ফেলেছেন। রাজ্যসভার সদস্য বিজয়েন্দ্র প্রসাদও একই বিষয়ে আলাদাভাবে একটি স্ক্রিপ্ট লিখছেন বলেই খবর।
আগামী বছর তেলেঙ্গানায় (BJP- Telangana) বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই সেখানে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে রাজাকারদের নিয়ে। এই রাজাকার বাহিনীর প্রধান ছিলেন কাসিম রাজভি। তিনি ছিলেন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের নেতা। পরবর্তীকালে সেই সংগঠনটির দায়িত্ব পান আসাউদ্দিন ওয়েসির দাদু। সেই সময় হায়দরাবাদের রাজা নিজাম ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর রাজাকার বাহিনীর বিরুদ্ধে প্রজাদের ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছিল। এই বাহিনীই হায়দরাবাদের ভারতভুক্তির বিরোধিতা করেছিল। অবশেষে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর হায়দরাবাদ ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। ফলে এমন একটা সময়ে নিজামকে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যে সময় নিজামের অত্যাচারী শাসনের অভিযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে পড়েছে।
আরও পড়ুন-মৃত্যু বেড়ে ৬৪
নিজাম নিয়ে চলচিত্র তৈরি সম্পর্কে ‘কাশ্মীর ফাইলস’-এর অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল জানিয়েছেন, ‘স্ক্রিপ্টের বেশিরভাগ কাজ শেষ হয়েছে। ২ বছরেরও বেশি সময় ধরে, আমরা এই বিষয়ের উপরে গবেষণা করছি। অন্তত ১১ জন সদস্য গবেষণায় জড়িত। আমরা চাই যে ঠিক কী ঘটেছিল তা চিত্রিত করা হোক।’ জানা গিয়েছে সিনেমা তৈরির কাজে যুক্ত করা হবে কাশ্মীর ফাইলসেরই টিমকে। সূত্রের খবর, অভিষেক আগরওয়ালের সঙ্গে ভাল সম্পর্ক কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় এবং দিল্লির বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার। তবে রাজনীতির সঙ্গে এই সিনেমা তৈরির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। বিজেপি নেতার প্রযোজনায় তৈরি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তিনটি ছবির নাম রাজাকার, রাজাকার ফাইলস এবং নিজাম ডায়েরিস। সিনেমার মোড়কে পুরোনো স্মৃতিকেই ফের উস্কে দিয়ে তেলেঙ্গানায় বিভাজনের তাস খেলে বাজিমাত করতে চায় বিজেপি, অভিযোগ বিরোধীদের।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…