আজ ফাইনাল

ফাইনালে বেঙ্গালুরুর বিদেশি কোচ সাইমন গ্রেসনের সঙ্গে ওড়িশার ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডার মগজাস্ত্রের লড়াই ম্যাচের অন্যতম আকর্ষণ

Must read

কোঝিকোড় : সুপার কাপের ফাইনালে আজ মঙ্গলবার কোঝিকোড়ে মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি এবং ওড়িশা এফসি। আইএসএল ফাইনালে মোহনবাগানের কাছে টাইব্রেকারে হারের পর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের প্লে-অফ খেলতে চায় দুই দল। হায়দরাবাদ এবং মুম্বই সিটি এফসি-র মতো শক্তিশালী দল ছিটকে যাওয়ায় বেঙ্গালুরু সুপার কাপ জয়ের প্রধান দাবিদার। তবে ফাইনালে ওড়িশা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। টুর্নামেন্টে দিয়েগো মরিসিওরা দুর্দান্ত ছন্দে রয়েছেন।

আরও পড়ুন-শচীন-লারার নামে সিডনি মাঠের গেট

ফাইনালে বেঙ্গালুরুর বিদেশি কোচ সাইমন গ্রেসনের সঙ্গে ওড়িশার ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডার মগজাস্ত্রের লড়াই ম্যাচের অন্যতম আকর্ষণ। বেঙ্গালুরুর সুনীল, রয় কৃষ্ণদের মতো স্ট্রাইকারদের সামলানো ওড়িশা রক্ষণের জন্য বড় পরীক্ষা হবে সন্দেহ নেই। সুনীল ফাইনালের আগের দিন বললেন, ‘‘গত দু’বছর আমরা এএফসি কাপে ছিলাম না। ফাইনাল জিতে এএফসি-তে খেলাই প্রধান লক্ষ্য।’’

Latest article