খেলা

দিমি-তালাল জুটিতে জ্বলল মশাল

প্রতিবেদন : অবশেষে চলতি আইএসএলে জ্বলল মশাল। দিমি-তালাল জুটিতে অষ্টম ম্যাচে এসে আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল (EastBengal)। যুবভারতীতে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ হারিয়ে নতুন শুরু লাল-হলুদের। জয়সূচক গোল দিমিত্রিয়স দিয়ামানতাকোসের। অস্কার ব্রুজোর হাত ধরে নতুন স্বপ্ন দেখাও শুরু ইস্টবেঙ্গলের। নন্দকুমার ও নাওরেম মহেশকে ছাড়াই আলাদিন আজেরাইদের হারাল মশালবাহিনী। দুরন্ত ফুটবল মাধি তালালদের। তরুণ পি ভি বিষ্ণুও এদিন দেখিয়ে দিলেন, তিনি বড় মঞ্চের জন্য তৈরি। আইএসএলে প্রথম জয় এলেও এখনও লিগে সবার শেষেই ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। উত্তেজক ম্যাচে দুটো লাল কার্ড তবু শেষ হাসি ইস্টবেঙ্গলের।
ভয়ঙ্কর আলাদিন আজারেইকে আটকাতে নানা অঙ্ক তৈরি রেখেছিলেন অস্কার। কিন্তু আলাদিনকে ক্লোজ মার্কিংয়ে গোটা ম্যাচে নিষ্ক্রিয় করে রাখে ইস্টবেঙ্গল। বারকয়েক একক দক্ষতায় প্রায় গোলমুখ খুলে ফেলেছিলেন। কিন্তু লাল-হলুদের রক্ষণব্যূহ ভেদ করে গোল করতে পারেননি মরোক্কান ফরোয়ার্ড। তবে ৩৭ মিনিটে আলাদিনের হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়।

আরও পড়ুন-চেন্নাইয়িন ম্যাচেও রক্ষণ নিয়ে ভাবনায় মোলিনা

৪-৪-২ ফর্মেশনে ঘরের মাঠে সাবধানী রণনীতি নিলেও সুযোগসন্ধানী ফুটবলই ছিল লাল-হলুদের অস্ত্র। সেখানেই বাজিমাত অস্কারবাহিনীর। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল। আলাদিন, নেস্টর আলবিয়াখ, জিতিন এম এসের ত্রিফলা পাল্টা প্রতিআক্রমণে গোল তুলে নেওয়ার মরিয়া চেষ্টা করলেও আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তেরা রক্ষণে প্রতিরোধের দেওয়াল তুলে রাখেন। মাঝমাঠে ক্রেসপো, সৌভিকও ভাল খেলেন। তবে বিষ্ণু এদিন ছিলেন দুরন্ত। কেরালাইট তরুণ উইঙ্গারের জন্য ইস্টবেঙ্গলের আক্রমণকে অনেক ধারালো মনে হয়েছে।
২৩ মিনিটেই তালাল-দিয়ামানতাকোসের যুগলবন্দিতে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে তালালের ভাসানো ক্রস বক্সের ডান দিকে পেয়ে কঠিন অ্যাঙ্গেল পেয়েও অসাধারণ হেডে বল জালে জড়ান দিয়ামানতাকোস। পিছিয়ে পড়ে নর্থইস্ট প্রেসিং ফুটবলকে অস্ত্র করে গোল শোধের চেষ্টায় ঝাঁপায়। কিন্তু ইস্টবেঙ্গল টিম গেম খেলে আলাদিনদের যাবতীয় প্রচেষ্টা রুখে দেয়। এরমধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বিষ্ণুর শট বাঁচিয়ে দেন নর্থইস্ট গোলকিপার গুরমীত সিং। তালালের ফ্রি-কিক দুর্দান্তভাবে বাঁচান গুরমীত।

আরও পড়ুন-শীতে চুলের যত্ন

দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই হলেও ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত থাকে। জিকশনকে তুলে প্রভাত লাকড়াকে নামান অস্কার। ৭২ মিনিটে নর্থইস্ট ১০ জন হয়ে যায় বেমার লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়। এই সময় সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। কিন্তু তালালের সৌজন্যে গোলের সুযোগ পেয়েছিল তারা। ৮৭ মিনিটে লালচুংনুঙ্গা লাল কার্ড দেখায় ইস্টবেঙ্গলও ১০ জন হয়ে যায়। লাল-হলুদ রক্ষণে চাপ বাড়ে। কিন্তু আনোয়ার, হেক্টররা রক্ষণ অক্ষত রাখতে সক্ষম হয়। ম্যাচ শেষে যুবভারতীতে জ্বলল মশাল। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন দিয়ামানতাকোসরা। ছবি : সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

16 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago