প্রতিবেদন : বড় পদক্ষেপ ইডির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল ইডি। সোমবার বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হবে। চার্জশিটে একাধিক কোম্পানির ডিরেক্টরদেরও নাম রয়েছে। গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দেয় ইডি। তার পর টানা জিজ্ঞাসাবাদের শেষে সে দিন গভীর রাতে পার্থকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা।
আরও পড়ুন-রাস্তা পরিদর্শনে মেয়র
পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা বন্দি আলিপুর সংশোধনাগারে। পার্থ-অর্পিতা ছাড়াও নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ অনেকেই এখন সিবিআইয়ের হাতে ধৃত।