সংবাদদাতা, আলিপুরদুয়ার : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আলিপুরদুয়ারবাসীর। চালু হল আলিপুরদুয়ারের জেলা আদালত (district court)। রাজ্য সরকার (West bengal government) পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়নের কাজ করে চলছে নতুন জেলা আলিপুরদুয়ারের মানুষের স্বার্থে। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্ননম ও আইনমন্ত্রী মলয় ঘটক, হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুরের উপস্থিতিতে জেলা আদালতের (district court) উদ্বোধন হয়। সূচনা অনুষ্ঠানে বহু আইনজীবী ছিলেন। আলিপুরদুয়ারের প্রবীণ আইনজীবী প্রশান্তনারায়ণ মজুমদারের নেতৃত্বে বার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই জেলা আদালতের দাবি নিয়ে আন্দোলন করে এসেছেন। এ-ছাড়াও বারবার হাইকোর্ট এবং মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হয়েছে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জেলা আদালতের উদ্বোধন হল। মন্ত্রী মলয় ঘটক এবং হাইকোর্টের বিচারপতি জেলা আদালতের নতুন বিচারালয় ভবন এবং কর্মচারীদের ভবন উদ্বোধন করেন। খুব শিগগিরই জেলা জজের বিল্ডিং-সহ আনুষঙ্গিক ভবন নির্মাণ শুরু হবে।
আরও পড়ুন- গোয়েন্দা-ব্যর্থতা প্রকট হচ্ছে