ভোরবেলায় ধানখেতে পায়ের ছাপ দেখে কুলতলির (Kultali) বাসিন্দারা রীতিমত আতঙ্কে ছিলেন।গ্রামের রাস্তা এবং চাষের জমিতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে খাঁচাবন্দি হল সেই রয়্যাল বেঙ্গল টাইগার। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বন্ধ হয়ে যায় জমিতে কাজে যাওয়া, বাড়ি থেকে বেরোনো। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি বিটের বন আধিকারিক এবং কর্মীরা। বন বিভাগের তরফ থেকে সকলকেই সতর্ক করা হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। গ্রামবাসীদের সাহায্যে বাঘের অবস্থান বুঝে সব ব্যবস্থা করা হয়। জঙ্গলের মধ্যে বাঘ ধরতে সন্ধ্যার আগে দু’টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে ছাগল দেওয়া হয়। ভোর তিনটে নাগাদ হঠাৎই একটি খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ পেয়ে বোঝা যায় বাঘ ধরা পড়েছে।
ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় খাঁচার ভিতরে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। বন দফতরের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে বাঘটিকে একটি নৌকায় করে নিয়ে যাওয়া হয়। বাঘটির শারীরিক পরীক্ষা করে সে জঙ্গলে ফিরতে উপযুক্ত কি না দেখা হবে। কেন সে লোকালয়ে ঢুকল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এলাকায় মাঝেমধ্যেই হরিণ বা শিয়াল ঢুকে পড়ে। কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার গত কয়েক বছরে প্রথম এল। মনে করা হচ্ছে নদী পেরিয়ে বাঘটি সুন্দরবন থেকেই এসেছে।
প্রসঙ্গত, এর আগেও কুলতলির মৈপীঠ এলাকায় একাধিকবার বাঘের আনাগোনা দেখা গিয়েছে। এই বছরের শুরুতে একটি বাঘ ওই অঞ্চলে ঢুকে পড়ে। দীর্ঘ নজরদারি ও ফাঁদ পেতে তাকে খাঁচাবন্দি করে বনে ছেড়ে দেওয়া হয়।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…