অবশেষে বন দফতরের হাতে বাঘিনি জ়িনত

সাত দিনের লুকোচুরির পর বন্দি বাঘিনী জ়িনত (Zeenat)। আজ রবিবার দুপুরে ওড়িশা থেকে আসা বাঘিনি বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল।

Must read

সাত দিনের লুকোচুরির পর বন্দি বাঘিনী জ়িনত (Zeenat)। আজ রবিবার দুপুরে ওড়িশা থেকে আসা বাঘিনি বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল। শনিবার থেকে তাকে লক্ষ্য করে একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। রাতভর জ়িনতকে খাঁচাবন্দি করার চেষ্টা করলেও কিছুতেই বনকর্মীরা সুবিধা করতে পারছিলেন না। রবিবার বিকেল ৪টে নাগাদ ফের জ়িনতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। সেই গুলি বাঘিনির গায়ে লাগে । তাতেই কাবু হয় সে।

আরও পড়ুন-ক্লাসে নিষিদ্ধ ছবি দেখছেন শিক্ষক, দেখে ফেলায় আট বছরের ছাত্রকে বেধড়ক মার

শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে জ়িনতকে দেখা যায়। অবস্থান নি‌শ্চিত করেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে বন দফতর। বার কয়েক গুলি ছোড়া হয়েছিল। যদিও তখন সেটা ফলপ্রসূ হয়নি। আবার জঙ্গলে লুকিয়ে পড়েছিল বাঘিনি। গোটা জঙ্গল ঘিরে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে জ়িনতকে খাঁচাবন্দি করার পরিকল্পনা করা হয়েছিল। সেই কৌশলেই অবশেষে সাফল্য আসে। বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনি।

আরও পড়ুন-মনমোহন সিংয়ের প্রয়াণে নীরব রুপোলি দুনিয়ার একাংশ, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জ়িনতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। যথেষ্ট পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। এর পরেই ঝাড়খণ্ডের দিকে চলে যায় জ়িনত। ঝাড়খণ্ডের পর চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে। তার পর পৌঁছে যায় পুরুলিয়ার জঙ্গলে। শনিবার সকালে পৌঁছয় গোঁসাইডিহি গ্রামে।

আরও পড়ুন-মনমোহন সিংয়ের প্রয়াণে নীরব রুপোলি দুনিয়ার একাংশ, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোরের দিকে বাঘিনির ডাক শুনতে পেয়েছিলেন গ্রামবাসীরা। এলাকায় তার পায়ের ছাপও দেখা যায়। সেই থেকেই গ্রামবাসীরা নিশ্চিত হয়েছিলেন যে গ্রাম থেকে খুব কাছেই জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘিনী। বাঘিনির গলায় থাকা রেডিয়ো কলার সিগন্যাল ট্র্যাক করে সেখানে পৌঁছে যান বনকর্মীরা। মুকুটমণিপুর জলাধার লাগোয়া ছোট জঙ্গলে ছিল জ়িনত। নাইলন দড়ি দিয়ে গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। গ্রামের রাস্তাও জাল দিয়ে ঘিরে ফেলা হয়। জঙ্গলে দু’টি মহিষকেও টোপ হিসাবে রাখা হয়েছিল।

Latest article