কলম্বো, ১১ সেপ্টেম্বর : কলম্বোয় বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। রবিবার ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়েছিল। সোমবার রিজার্ভ ডে-তেও আবার বৃষ্টি। এমন পরিস্থিতিতে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল কলম্বো থেকে ক্যান্ডিতে সরে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
সুপার ফোরেই কলম্বো থেকে খেলা ক্যান্ডি ও হাম্বানতোতায় সরানোর কথা হয়েছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষপর্যন্ত তা না করে ভারত-পাক ম্যাচ ও ফাইনালে রিজার্ভ ডে-র বন্দোবস্ত করেছে। কিন্তু এতে কোনও সুরাহা যে হয়নি, সেটা সোমবারের বৃষ্টিতে পরিষ্কার।
আরও পড়ুন-রাশিয়ার নাম নেই বলে ক্ষোভ
এই আবহে ফাইনাল পাল্লেকেল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সরানো হচ্ছে বলে খবর। কলম্বোতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি অবশ্য ক্যান্ডিতেও হয়েছে। সেখানে ভারত-পাক গ্রুপের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১-১ পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। এখন সেখানকার আবহাওয়া রিপোর্ট কলম্বোর তুলনায় ভাল। যার ফলে আর খেলাই শুরু করা যায়নি সেদিন। এমনিতেই কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচ না সরানোর জন্য তোপের মুখে পড়েছিল এসিসি। এরপর কলম্বোতে আবার বৃষ্টিতে আর কোনও উপায় না দেখে ফাইনাল এবার পাল্লেকেলের দিকে এগোচ্ছে।