লোকসভায় বিতর্কে ফিনান্স বিল, মোদির মুখোশ খুলে দিলেন মহুয়া

সোমবার ডিলিমিনেশন ইস্যুতে বিরোধী দলের তরফে বারবার আলোচনার দাবি জানানো হলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

Must read

প্রতিবেদন: সংসদে তৃণমূলের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ল বিজেপি। ফিনান্স বিল সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করে মোদি সরকারের মুখোশ খুলে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সোমবার লোকসভায় ফিনান্স বিল সংক্রান্ত আলোচনায় মহুয়ার অভিযোগ, জনগণের করের টাকা ব্যবহার করে সরকার তাদের ঘনিষ্ঠ শিল্পপতি ও পুঁজিপতিদের মুনাফার সুযোগ করে দিচ্ছে৷ মোদি সরকারের জমানায় দেশে মাত্র দুটি শ্রেণি তৈরি হয়েছে, পুঁজিপতি কুবের এবং খেটে খাওয়া শ্রমিক বা আমজনতা। এই প্রসঙ্গেই তাঁর দাবি, পুঁজিপতিদের সুবিধে দেওয়ার জন্যই সমস্ত আইন প্রণয়ন করে মোদি সরকার৷

আরও পড়ুন-ট্রাউকে হারিয়ে লিগ শীর্ষে ডায়মন্ড হারবার

দেশের মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে জিএসটি। তাঁর মন্তব্য, সরকারের কর নীতি দেশের দুই শ্রেণি, একটি কুবের ইন্ডিয়া এবং অপরটি বিশ্বকর্মা যা খেটে খাওয়া মানুষের জন্য। এই দুই শ্রেণির মধ্যে বিভাজন আরও স্পষ্ট করেছে সরকার। অর্থনৈতিক অব্যবস্থার ক্ষত বহন করতে হয় দেশের খেটে খাওয়া মানুষকেই। মহাকুম্ভে দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা সম্প্রতি মহাকুম্ভ মেলার দৃশ্য দেখলাম। সেখানে এত বড় মেলা, সমাগমের আয়োজন করার জন্য সরকার নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছে। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় যেখানে মৃতের সংখ্যা জানাতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার, সেখানে আশ্চর্যজনকভাবে তারাই জানাচ্ছে ৬৩ কোটি মানুষ গঙ্গায় ডুব দিয়েছে, এই সংখ্যা দেশের সমগ্র প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যার সমান। কর ব্যবস্থার মতোই এটাও আরেকটা মরীচিকা সরকারের। সোমবার ডিলিমিনেশন ইস্যুতে বিরোধী দলের তরফে বারবার আলোচনার দাবি জানানো হলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

Latest article