ঝাড়গ্রামে বজ্রাঘাতে মৃত চারজনের পরিবারকে রাজ্যের আর্থিক সাহায্য

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম (Jhargram) জেলায় গত সোমবার বাজ পড়ে চারজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাশাসকের কার্যালয়ে বাজ পড়ে মৃত চারজনের পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসন। সোমবার জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার লাউপাড়া গ্রামের মিহির মহাপাত্র ও চন্ডিয়াস গ্রামের প্রফুল্ল মান্না এবং বিনপুর ১ ব্লকের লালগড় থানার লাল্টু পূজারী ও কাজল পূজারীর বাজ পড়ে মৃত্যু হয়। এঁদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে সরকারি সাহায্য বাবদ দুই লক্ষ টাকার চেক ও অন্যান্য ত্রাণসামগ্রী তুলে দেন জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের (Jhargram) সাংসদ কালীপদ সরেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন তাঁদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন- তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ

Latest article