সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় বরাবর এই রাজ্যের মেয়ে মহিলাদের সব সুযোগ সুবিধা দিতে তিনি সচেষ্ট থাকেন। কেন্দ্র সরকারের গড়িমসির কারণে দেড় বছর ধরে থমকে থাকার পর মঙ্গলবার ধূপগুড়ি পুর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের ১৬টি ওয়ার্ডের মোট ১০৫ জন মহিলার হাতে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে চল্লিশ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হলো।
আরও পড়ুন-সেরা থানার দৌড়ে নাগরাকাটা পরিদর্শন করলেন আধিকারিকেরা
এই উপলক্ষে পুরকর্তা এবং আধিকারিকরা হাজির ছিলেন। ১৮ থেকে ৬০ বছর বয়সী পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। সম্প্রতি পুরসভা এই প্রকল্পের টাকা পাওয়ায় একবারে দেড় বছর যাবত জমে থাকা আর্থিক অনুদান এদিন প্রদান করলো। এদিন অনুষ্ঠানের সাথেই ই-ট্রান্সফার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় পুরসভা। আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যারা। ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, কেন্দ্র সরকার প্রকল্প বানালেও আর্থিক অংশ প্রদানে গড়িমসি করে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় দীর্ঘদিন ধরে অপেক্ষারত ক্ষতিগ্রস্থ পরিবারগুলির হাতে সহায়তাটুকু দিতে পারলাম আমরা।