দই-চিঁড়ে মেলায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য

Must read

পানিহাটির দই-চিঁড়ে মেলায় মৃত্যু হয়েছে তিনজনের। তাঁদের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে দু’লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ঘটনার পরই মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরপরই ট্যুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা জানান। সেই সঙ্গে দু’লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন। সেই ঘোষণার প্রেক্ষিতেই মঙ্গলবার দু’লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল নিহতদের পরিবারের হাতে।

আরও পড়ুন- অত্যাচার হলে কোনও মেয়ে যেন চুপ করে না থাকে: রেণু

পানিহাটি পুর এলাকায় দণ্ড মহোৎসব বা দই-চিঁড়ে উৎসব চলে আসছে ৫০৬ বছর ধরে। মঙ্গলবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহকুমা শাসক অভ্র অধিকারী, পুরপ্রধান মলয় রায়-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গত দু’বছর করোনার কারণে উৎসব বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হতেই দণ্ড মহোৎসবে উৎসবে প্রত্যাশার থেকেও অনেক বেশি ভক্ত হাজির হয়েছিলেন। অত্যাধিক গরম ও ভিড়ের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতাধিক ভক্ত। তাঁদের মধ্যে সুভাষচন্দ্র পাল, শুক্লা পাল ও ছায়া দাস এই তিনজনের মৃত্যু হয়। মৃত দম্পতি-সহ তিনজনের দেহ এল পূর্বস্থলীর যজ্ঞেশ্বরপুরের ভিটেতে। মৃত দম্পতি সুভাষ পাল (৭২) ও শুক্লা পাল (৬২) এবং ছায়া দাসের (৭২) দেহ গতরাতে গ্রামে আসতেই আত্মীয় থেকে শুরু করে এলাকার লোকজন শোকজ্ঞাপন করেন।

Latest article