আইসক্রিমের মধ্যে কাটা আঙুল! চাঞ্চল্য মালাডে

কিন্তু অনলাইনে আইসক্রিম কিনতে গিয়ে যে এমন বিপত্তি ঘটবে, ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। আজকাল অনলাইনে দেদার বিকোচ্ছে আইসক্রিম।

Must read

প্রতিবেদন: গরমে আইসক্রিম খেতে কে না ভালবাসে! কিন্তু অনলাইনে আইসক্রিম কিনতে গিয়ে যে এমন বিপত্তি ঘটবে, ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। আজকাল অনলাইনে দেদার বিকোচ্ছে আইসক্রিম। আর প্রবল গরমে অনলাইনে সেই আইসক্রিম কিনেই চক্ষু চড়কগাছ মহারাষ্ট্রের মহিলার। বিষয়টি এখন আইসক্রিম থেকে অপরাধের তত্ত্বতালাশ ও তদন্তে মোড় নিয়েছে।

আরও পড়ুন-গাজায় মৃত্যুর অপেক্ষায় ৮ হাজার শিশু! রিপোর্ট দিল হু

জানা গিয়েছে, মুম্বইয়ের মালাড এলাকায় অনলাইনে অর্ডার করা আইসক্রিমের ভেতরে মানুষের আঙুলের টুকরো খুঁজে পেয়েছেন এক মহিলা ক্রেতা। যা দেখার পর প্রাথমিকভাবে তিনি আতঙ্ক ও বিস্ময়ে হতবাক হয়ে পড়েন। এরপরই মালাড থানায় পৌঁছন ওই মহিলা। ঘটনার গুরুত্ব বুঝে মালাড পুলিশের পক্ষ থেকে অনলাইন আইসক্রিম বিক্রেতা ইউম্মো আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইসক্রিমে পাওয়া মানব অঙ্গটিকে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। কাটা আঙুলটি কার এবং কীভাবে আইসক্রিমের ভিতরে এল তা তদন্ত করে দেখছে পুলিশ। এমন পরিস্থিতির জন্য কারা দায়ী তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Latest article