পঞ্চায়েতের আগেই কাজ শেষ করুন

পঞ্চায়েত নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে উন্নয়নের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে উন্নয়নের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে তাঁর লোকসভা কেন্দ্রের পর্যালোচনা বৈঠক করেন অভিষেক৷ উন্নয়নের কাজ কোথায় কতটা এগিয়েছে তার খোঁজ নেন। বিকেল সাড়ে তিনটে থেকে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈঠক চলে। উপস্থিত ছিলেন জেলায় লোকসভার সর্বস্তরের প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন-পাঁশকুড়ার সমবায়েও মুখ পুড়ল বিরোধীদের

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ৬০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে। আমরা ঠিক করেছি, প্রতি এক-দু’মাস অন্তর আমরা এরকম রিভিউ মিটিং করব। আর এখন থেকে প্রতি ১০ দিন অন্তর ব্লক স্তরে রিভিউ মিটিং হবে। এর ফলে আরও খুঁটিনাটি বিষয়ে জানা সম্ভব হবে। আগামী ১৫ ডিসেম্বর পরের রিভিউ মিটিং করব আমরা। তাঁর সংযোজন, একডাকে অভিষেক বলে যে প্রকল্পটি চালু করেছিলাম তাতে গত পাঁচ মাসে ৫ প্রায় চার লাখের বেশি ফোন এসেছে। শুধু ডায়মন্ড হারবার থেকেই এসেছে ৫০ হাজারের বেশি ফোন। মানুষ তাদের সমস্যার কথা আমাদের জানিয়েছেন। আমরা প্রতিটা কেস ধরে তার সমাধানের চেষ্টা করছি। এছাড়া আমি জলপাইগুড়ি – আলিপুরদুয়ারে গিয়েও নম্বর দিয়েছিলাম। সেখান থেকেও ফোন এসেছে। সেগুলিও দেখছি আমরা।
বাওয়ালির যানজট সহ বিভিন্ন এলাকার রাস্তার কাজ, আমতলার বাসস্ট্যান্ড ও ট্রমা কেয়ার সেন্টারের কাজ, বজবজের ব্রিজের কাজ এসবই দ্রুত শেষের পথে। এছাড়াও শহরের সৌন্দর্যায়নের কাজও পরিকল্পনা করে করা হচ্ছে সবদিক লক্ষ রেখেই। বড় জলপ্রকল্পের কাজও চলছে। আগামী মাসে আমি সাইট ভিজিট করব। সব মিলিয়ে মানুষের কল্যাণে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন-শুভেন্দুকে দুরমুশ করে চ্যালেঞ্জ অভিষেকের

এদিন রবীন্দ্রভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখার জন্য ছিল থিকথিকে ভিড়। অভিষেক এসে পৌঁছনোর পরই দলের কর্মী-সমর্থকদের কাছে চলে যান। তাঁকে হাতে আঁকা ছবি উপহার দেন কয়েকজন কর্মী। এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, বাংলা যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে, সেভাবেই ডায়মন্ড হারবারকে আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাব।

Latest article