অতিশীর বিরুদ্ধে FIR, বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কেজরি

Must read

বিধানসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর (Atishi Marlena) বিরুদ্ধে আদর্শ-আচরণবিধি ভঙ্গের অভিযোগ। ৮ জানুয়ারি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। রিটার্নিং অফিসার অভিযোগটি ফরোয়ার্ড করার পরে স্থানীয় পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়।

আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট। এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে রাজধানীতে। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করায় সেই মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে অতিশীর (Atishi Marlena) বিরুদ্ধে। ১১ জানুয়ারি গোবিন্দপুরী থানায় মামলা দায়ের হয়েছে। এফআইআর-এ নির্বাহী প্রকৌশলী সঞ্জয় কুমারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- মকর সংক্রান্তিতে সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

অতিশীর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, গোটা প্রক্রিয়াটিই নষ্ট হয়ে গিয়েছে। আম আদমি পার্টি এই ‘নষ্ট’ হয়ে যাওয়া পদ্ধতির বিরুদ্ধেই লড়াই করছে। তাঁর আরও অভিযোগ, জনসমক্ষে টাকা ওড়ানো হচ্ছে, শাড়ি-কম্বল, সোনার চেন বিতরণ করা হচ্ছে ভোটারদের মধ্যে তার পরেই বিজেপির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।

Latest article