স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যসাথী ফেরালেই হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ

কিন্তু তারপরেও পরিষেবা নিতে গিয়ে ফিরে আসার অভিযোগ উঠেছে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সতর্ক হয়েছে স্বাস্থ্য দফতর।

Must read

স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়। শুধু তাই নয়, বাতিল হবে হাসপাতালের লাইসেন্সও। প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-অবশেষে হেরিটেজ তকমা পেল পশ্চিম মেদিনীপুরের রানি শিরোমণি গড়

মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে হাসপাতলগুলিকে নিশানা করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে থানায় এফআইআর (FIR) দায়ের হবে। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন সংশ্লিষ্ট থানার পুলিশ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। অভিযোগ পেলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্সও। হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-থমাস কাপ জয়ের জের চ্যালেঞ্জার্স আয়োজন, কোচ নিয়োগে জোর

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আগেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও পরিষেবা নিতে গিয়ে ফিরে আসার অভিযোগ উঠেছে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সতর্ক হয়েছে স্বাস্থ্য দফতর।

Latest article