শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর প্রাক্তন বিজেপি নেতার

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : হিন্দুত্বের ধ্বজাধারী বিজেপি নেতা শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর দায়ের হল আলিপুরদুয়ার থানায়। প্রাক্তন বিজেপি নেতা তথা শহরের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দে শনিবার রাতে আলিপুরদুয়ার থানায় শুভেন্দুর বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। দিন কয়েক আগেই নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু ভাবাবেগে আঘাত দিয়ে বলেন, ‘‘এখানকার হিন্দুরা ভেজাল এবং হিন্দুরা জালি।” তিনি আরও বলেন, ‘‘এখানকার হিন্দুরা ৫০০ টাকায় বিক্রি হয়।” এই খবর সংবাদমাধ্যমে প্রচার হবার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আঘাত লাগে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ে রাজ্যের সীমান্তবর্তী প্রান্তিক জেলা আলিপুরদুয়ারেও। শুভেন্দুর এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রাক্তন বিজেপির রাজ্য কমিটির নেতা আইনজীবী ভাস্কর দে শনিবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ করেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। সেখানে বিরোধী দলনেতার এই মন্তব্য সাধারণ মানুষ ভাল ভাবে নেয়নি। এই বিষয়ে ভাস্করবাবু বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর এই বিবৃতিতে হিন্দু ভাবাবেগে আঘাত লাগে, এই বিবৃতি দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট। শুভেন্দুর এই বিবৃতিতে হিন্দুদের অপমানিত করা হয়েছে। তাই আমি থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এবার তার মতো করে ব্যবস্থা নেবে।” আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘একটি অভিযোগ হয়েছে, আমরা বিষয়টি দেখছি।”

Latest article