প্রতিবেদন : ফের নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই জ্বলন্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলায় ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির নেতারা। বাংলায় হিংসা ছড়ানোর চেষ্টা চালিয়ে উসকানিমূলক কথাবার্তার অভিযোগে বিজেপি আইটি সেলের প্রধান ট্যুইট মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল তৃণমূল।
আরও পড়ুন-বিশ্বকাপ দলে নেই শুভমন
নরেন্দ্রপুর থানায় ট্যুইট মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ ও আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা করে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের বিরুদ্ধেই এই এফআইআর।

