প্রতিবেদন : ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। মঙ্গলবার রাতে আগুন লাগল মেছুয়া বাজারের ফলপট্টি সংলগ্ন ৬ তলা ঋতুরাজ হোটেলে। রাত সাড়ে আটটা নাগাদ হোটেলের কয়েকটি জানলা থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী আকার নেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ ও দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। কিন্তু বড়বাজারের ঘিঞ্জি এলাকায় প্রাথমিকভাবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
আরও পড়ুন-সমাজমাধ্যমে কংগ্রেসের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। দিঘা থেকেই মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কথা বলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গেও। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন মেয়র। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টা ফায়ার অ্যারেস্ট সম্ভব হয়। এদিকে, হাইড্রলিক ল্যাডারের সাহায্যে আটকে থাকা হোটেলকর্মী ও অন্যদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত চিকিৎসার জন্য তাঁদের পাঠানো হয় কলকাতা মেডিক্যালে। কিন্তু আগুন-আতঙ্কে হোটেলের কার্নিস থেকেই ঝাঁপ মারেন মনোজ পাসোয়ান নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। আরও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।