প্রতিবেদন : বানতলার চর্মনগরীতে বিধ্বংসী আগুন। শনিবার চর্মনগরীর ৯ নম্বর জোনের ৬৫ নম্বর প্লটের এক কারখানায় অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন শ্রমিক। প্রচুর পরিমাণে চামড়ার দাহ্য বস্তু মজুত থাকায় আগুন মুহূর্তে ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন-কমিশনে নালিশ জানিয়ে এল তৃণমূল, বিজেপিকে সুবিধা করে দিতেই বাংলায় চলছে জোড়া ষড়যন্ত্র
ঘণ্টাখানেকের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় হাসপাতালে আহতদের দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম। চিকিৎসকের সঙ্গে কথা বলে ক্ষত কতটা গুরুতর, জানার চেষ্টা করেন।

