প্রতিবেদন : বৃহস্পতিবার ভরদুপুরে নিউটাউনের অভিজাত বলাকা আবাসনের একটি ফ্ল্যাটে বিধ্বংসী আগুন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়ার জেরে একজন অসুস্থ হয়ে পড়েন। আবাসিকরা ছোটাছুটি শুরু করে দেন। অনেকে বেরিয়ে আসতে পারলেও অনেকে বেরোতে না পেরে ছাদে উঠে যান। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন-পুরসভার উদ্যোগে কোন্নগরে গঙ্গারতির আয়োজন
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বলাকা আবাসন সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়রা দেখতে পান, দোতলার একটি ফ্ল্যাটে দাউ দাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসিকরা। যে ফ্ল্যাটে আগুন লাগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু। সেই সঙ্গে আবাসিকদের বের করে নিয়ে আসা হয়। এরই মধ্যে ওই ফ্ল্যাট থেকে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের জেরে ওই ফ্ল্যাটে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতে আরও বেড়ে যায় আগুন। পরে আরও দুটি ইঞ্জিন আসে। কিন্তু ঠিক কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি মেশিন থেকেই আগুন লাগে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…