প্রতিবেদন : পর্যটনের ভরা মরশুমে নামখানার মৌসুনি দ্বীপে (Mousuni Island) ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। একসঙ্গে পুড়ে ছাই ১১টি কটেজ। শনিবার নামখানার মৌসুনি (Mousuni Island) পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত হয়ে গেল কটেজের বেশির ভাগ অংশ। এদিন বিকেল ৫টা নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় মানুষজন। এখনও পর্যন্ত কোনও ভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কাঠ দিয়ে তৈরি ঘর— ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। এই ঘটনায় মহামায়া ট্যুরিস্ট লজের প্রায় ১১টির মতো ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে প্রশাসনের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আরও পড়ুন- ভগবানপুরে কৃষি সমবায় ভোটে বিরাট জয় তৃণমূল কংগ্রেসের