দিল্লিতে সাংসদদের আবাসনে আগুন

সাউথ অ্যাভিনিউ-তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দফতরে রক্ষণাবেক্ষণের কাজ চলতে থাকায় পার্টির অস্থায়ী দফতর এখন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টসে।

Must read

নয়াদিল্লি: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানী দিল্লিতে সাংসদদের আবাসনে। দিল্লির ড. বিশ্বম্ভর দাস মার্গে অবস্থিত বহুতল ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টসে শনিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আবাসনটি উদ্বোধন করেছিলেন। এই ভবনটিতে এখন তৃণমূল কংগ্রেস সাংসদ সুব্রত বক্সি, মমতাবালা ঠাকুর, সাকেত গোখেল সহ বেশ কয়েকজন রাজ্যসভার সাংসদ থাকেন এবং এটি সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন-বিনা অনুমতিতে ৪৫ লক্ষ টাকার বেশি প্রকল্পে কাজ নয়, সতর্কবার্তা নবান্নের

উল্লেখ্য, সাউথ অ্যাভিনিউ-তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দফতরে রক্ষণাবেক্ষণের কাজ চলতে থাকায় পার্টির অস্থায়ী দফতর এখন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টসে। বহুতলটির ওপরের তলায় আগুন লাগে, যা আবাসিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ১৪টি দমকলের ইঞ্জিন, যার মধ্যে উঁচু ভবনের জন্য ব্যবহৃত বিশেষ সরঞ্জাম ছিল। দিল্লি ফায়ার সার্ভিসের এডিও জানান, দুপুর ১টা ২২ মিনিটে তাঁরা এই অগ্নিকাণ্ডের খবর পান। তিনি নিশ্চিত করেন যে আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে কাজ এখনও চলবে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষয়ক্ষতি মূলত নিচতলার পাশাপাশি উপরের তলাগুলিতেও বাইরে থেকে হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, এই ঘটনায় দমকলের দেরিতে পৌঁছানো নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, আগুন লাগার ৩০ মিনিট পরেও ঘটনাস্থলে কোনও দমকলের ইঞ্জিন ছিল না। তিনি দিল্লির বিজেপি সরকারের উদাসীনতা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন। এদিকে, অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ক্ষয়ক্ষতির চিত্রও উঠে এসেছে। তৃতীয় তলার এক বাসিন্দা সংবাদসংস্থাকে জানান, তাঁর স্ত্রী ও এক শিশু দগ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও উল্লেখ করেন যে, কয়েক মাসের মধ্যেই তাঁর মেয়ের বিয়ে এবং বিয়ের জন্য কেনা সমস্ত গহনা, সোনা ও পোশাক আগুনের কারণে বাড়ির ভেতরে আটকে পড়ে নষ্ট হয়ে গেছে। আগুন
লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Latest article