ডিজ়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, তামিলনাড়ুতে মালগাড়িতে ভয়াবহ আগুন

সেই আগুন অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। প্রাণভয়ে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে দূরে সরে যান।

Must read

রবিবার ভোরে তামিলনাড়ুতে (TamilNadu) একটি মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় গোটা এলাকা। নিমেষের মধ্যে সেই আগুন অনেকটা এলাকা জুড়েই ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার ফলে সংলগ্ন বসতি এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই দমকল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে আগুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি। ডিজেলভর্তি বেশ কয়েকটি ট্যাঙ্কার ছিল। এর মধ্যেই কোনও একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায় এবং সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ তাঁরা দেখেন মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। সেই আগুন অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। প্রাণভয়ে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে দূরে সরে যান।

আরও পড়ুন-ওড়িশায় বিভাগীয় প্রধানের যৌন নিগ্রহে অতিষ্ট হয়ে কলেজেই আত্মহত্যার চেষ্টা তরুণীর

জানা গিয়েছে, আজ ভোর ৫:৩০ নাগাদ তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেল বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের চারটি ওয়াগনে ভয়াবহ আগুন লেগে যায়, যার ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টার পর আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও কোনও প্রাণহানি বা আশেপাশের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। প্রচুর পরিমান দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভানো বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। পুলিশ এসপি এ শ্রীনিবাস পেরুমাল জানিয়েছেন উদ্ধারকারী দল ট্রেনটিকে নিজেদের দায়িত্বে নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মানালি থেকে তিরুপতির দিকে যাওয়া ট্রেনটিতে তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে হঠাৎ আগুন ধরে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে চেন্নাই থেকে আসা ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য দ্রুত গতিতে কাজ চলছে।

Latest article