রবিবার রাতে উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) চামানগঞ্জের প্রেম নগর এলাকার পাঁচ তলা এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মৃত ৩ শিশু-সহ এক দম্পতি। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা আবাসন। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। জানা গিয়েছে, রবিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ ওই বিল্ডিং থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বেরোতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। কিন্তু তারা পৌঁছনোর আগেই গোটা বিল্ডিং জ্বলতে শুরু করে। আবাসনের একাধিক ফ্ল্যাটে মজুত গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ শুরু হয় আর তার ফলেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। দমকলের ১২টি ইঞ্জিন কাজে লাগিয়েও আগুন আয়ত্তে আনা একপ্রকার অসম্ভব হয়ে উঠছিল। অবশেষে আট ঘণ্টা পরে আগুন নেভাতে সক্ষম হন তারা।
আরও পড়ুন-মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড
আগুন নিভলে দমকল কর্মীরা আবাসনে ঢুকে পাঁচ জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করেন। মৃতরা হলেন মহম্মদ দানিশ (৪৫), তাঁর স্ত্রী নাজনিন সাবা (৪২) সারা (১৫), সিমরা (১২) এবং ইনায়ার (৭)। ওই বিল্ডিংয়ের প্রথম ও দ্বিতীয় তলায় ছিল জুতো তৈরির কারখানা ছিল এবং সেখানে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুনের তীব্রতা আরো অনেকটা বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
আরও পড়ুন-সেনাকে সাহায্য করার নামে পালাতে গিয়ে নদীতে মৃত্যু জঙ্গি আশ্রয়দাতার
কিন্তু কী ভাবে এই আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। কানপুরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট নয়, প্রাথমিক ভাবে সন্দেহ শর্ট সার্কিট বা বিদ্যুতের তারের সমস্যা থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। হতে পারে জুতার কারখানা থেকেই আগুন ছড়িয়েছে তবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। আগুনের ফলে কয়েকটি এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনা হাতের বাইরে চলে যায়।”