শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির (South Delhi) টাইগ্রি এক্সটেনশনে একটি চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন জনের এবং আহত ২। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলকর্মীরা। চারটি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে, টাইগ্রি এক্সটেনশনের ওই চারতলা বাড়িতে এদিন হঠাৎ করেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটির একতলার একটি জুতোর দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের বাকি অংশে। প্রতিবেশীরাই আগুন দেখতে পেয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। সেখান থেকেই দমকলে খবর যায়।
আরও পড়ুন-শহরে ম্যারাথন, রবিবার সকালে যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়
দমকলকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজও শুরু করেন। তবে এত কিছুর পরেও তাঁরা বাড়ির সব সদস্যদের বাঁচানো যায় নি। নিহতদের মধ্যে সত্যেন্দ্র নামে ওই বাড়ির মালিকও ছিলেন। বাকিদের পরিচয় নিয়ে কোনও তথ্য সেভাবে পাওয়া যায় নি। জুতোর দোকান থেকে আগুন মনে হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ যদিও এখনও অজানা। ঘটনাস্থলে নমুনা খতিয়ে দেখতে ফরেনসিক দল পৌঁছবে আজ।

