মহালয়ার (Mahalaya) দিনে সকালে ৭টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার (Howrah) সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কের (industrial park) একটি ভোজ্য তেলের গুদামে । ইমামি অ্যাগ্রোটেকের গুদামে আগুন লাগে বলে খবর। দমকলকে খবর দেওয়া হয়। খুব দ্রুত দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়রাই সকাল সাতটা নাগাদ প্রথম ইন্ডাস্ট্রিয়ার পার্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষনের মধ্যে গোটা এলাকায় আকাশ ধোঁয়াময় হয়ে পড়ে। এরপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে একটি গোডাউন। গুদাম ঘরটিতে ভোজ্যতেল রাখা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-৬ মাসে ৩ বড় আইটি সংস্থার কর্মীসংকোচন
গুদামের কর্মীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। গোডাউনে প্রচুর পরিমাণ ভোজ্য তেল থাকায় আগুন বাইরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খুব অল্পতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অসুস্থ হয়ে পড়েন ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকজন কর্মী। ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্যান্য কারখানা বা গোডাউনে কর্মরত কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-ব্যতিক্রমী দুর্গা আবাহন
দমকলের তরফে খবর, ভোজ্য তেল দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে দমকলের আরও ইঞ্জিন আসবে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে হয়ত। আগুন লাগার আসল কারণ যদিও এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এলে তারপর ‘কুলিং অফ’ প্রক্রিয়া সম্পন্ন হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করবে দমকল।