মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাংলোর (Bunglow) কিছুটা দূরেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, শনিবার বিকেলে সরকারি সচিবালয় চত্বরের একটি বহুতলে আগুন লাগে। পুলিশের তরফে খবর আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন কড়া নিরাপত্তায় থাকা সরকারি সচিবালয় চত্বরে আগুন লাগল। আগুনের উৎস এবং কারণ খোঁজার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে।
আরও পড়ুন-তৃণমূল ভবনে উপনির্বাচনের তিন প্রার্থী, নিলেন প্রতীক
প্রসঙ্গত, এক বছরের ওপর গোষ্ঠী হিংসায় উত্তপ্ত মণিপুর। ভোটের পরে ফের উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু এবং ঘর ছাড়া মণিপুরের জিরিবাম জেলায় চলছেই। এছাড়াও গত সোমবার ৩৭ নম্বর জাতীয় সড়কে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় মোইরাংথেম আজেশ নামে একজন পুলিশকর্মী গুরুতর আহত। ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে জাতীয় সড়কের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। তার রেশ কাটার আগেই ফের আজ এই অগ্নিকাণ্ডের ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।