সপ্তাহের শুরুতেই আজ সোমবার সকালে আগুন ধরে গেল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। আজ সকালে ভোপাল (Bhopal) থেকে দিল্লি (Delhi)-গামী বন্দে ভারত এক্সপ্রেসে হঠাৎ করেই আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দেরি না করে খুব তাড়াতাড়ি যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে যদিও কোন যাত্রী আহত হননি। কিন্তু চলন্ত ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় সাময়িকভাবে বেশ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ছোটাছুটি শুরু হয়ে যায়।
আরও পড়ুন-সরব দেবাংশু
বন্দে ভারত এক্সপ্রেস আজ সকালে ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিনের উদ্দেশে রওনা দিয়েছিলবন্দে ভারত এক্সপ্রেস। রানি কমলাপতি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই সমস্যা দেখা যায়। কুরওয়াই কেথোরা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তখনই নজরে আসে একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফুলকি দিয়ে আগুন বের হয়, আর তারপরেই দাউ দাউ করে আগুন ধরে যায় ট্রেনের নীচের অংশে। যে সমস্ত যাত্রীরা দরজায় দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তাঁরা ট্রেন থেকে ঝাঁপ দেন।
আরও পড়ুন-তদন্ত এবং দৈনন্দিন অপারেশনে এবার অত্যাধুনিক প্রযুক্তি, কলকাতা পুলিশে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রায় সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছন। কিছুক্ষণের মধ্য়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনের কামরার নীচে থাকা ব্যাটারি বাক্স থেকে আগুন লেগেছে। ভারতীয় রেলওয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কুরওয়াই কেথোরা স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় কোন যাত্রী আহত হননি।