মঙ্গলবার মেটিয়াবুরুজের বটতলা ডায়মন্ড এসি মার্কেটে (Diamond AC market) ভয়াবহ আগুন (Fire) লাগে। চার-পাঁচটি কাপড়ের দোকানে আগুন লেগে যায় খুব অল্প সময়েই। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। নিমেষেই পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের একাধিক জিনিসপত্র। কিভাবে আগুন লাগল সেটা যদিও এখনও স্পষ্ট নয়। মার্কেটে কমপক্ষে ২০০-র উপরে দোকান। সবক’টিই কাপড়ের দোকান।
আরও পড়ুন-কোর্টের চার ধাক্কায় চক্রান্তকারীরা দুরমুশ, রাজনীতির হাতিয়ার হতে পারে না আদালত, বললেন বিচারপতি
অত্যন্ত দক্ষতার সাথে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও পকেট ফায়ারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা। মার্কেটে সরু গলি। তার দু’পাশে দোকান। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সমস্যা হয় দমকল কর্মীদের। কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে জল দেওয়া হয়।
আরও পড়ুন-দিনের কবিতা
আজ ভোরের দিকে মার্কেট থেকে হঠাৎ ধোঁয়া বেরোয়। দমকলে খবর দেওয়া হয়। খুব তাড়াতাড়ি দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়। যদিও ধোঁয়া রয়েছে এখনও। সবই কাপড়ের দোকান তাই এলাকাবাসীর মধ্যে যেমন আতঙ্ক রয়েছে তাছাড়া এই অবস্থায় আতঙ্কে ব্যবসায়ীরাও। সামনেই উৎসবের মরসুম। তার আগে এমন ঘটনা ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা। ধোঁয়া আটকানো হলে শুরু হবে কুলিং প্রসেস।