কলকাতার লেদার কমপ্লেক্স থানা (Leather Complex police station) এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, বন্ধ ঘরে হঠাৎ করেই আগুন লেগে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম সুরজিৎ সর্দার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত শিরীষবাগানে সুরজিৎ একটি ভাড়াবাড়িতে থাকতেন। দুপুরে সেই বাড়ি থেকে আগুন বেরোতে দেখে স্থানীয়েরা। বিপদ বুঝে তারা দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরা ভিতরে ঢুকে সুরজিতের পোড়া দেহ দেখতে পান।
আরও পড়ুন-কটকে অনুষ্ঠানের আগে লোহার গেট ভেঙে আহত ৩০
আগুনের উৎস যদিও জানা সম্ভব হয়নি। ঠিক কী কারণে আগুন লেগেছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সময় সুরজিৎ ঘুমিয়ে ছিলেন কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন দমকলকর্মীরা। সিগারেট বা রান্নাঘর থেকেই কোন কারণে আগুন না নেপথ্যে অন্য কোন ঘটনা আছে সবটাই তদন্ত করে দেখছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।