অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড! এমার্জেন্সি গেটে আবর্জনার স্তূপ, বিশৃঙ্খল পরিস্থিতি

Must read

শুক্রবার দুপুরে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢাকল কসবার অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)। বেজে উঠল ফায়ার অ্যালার্ম। মল লাগোয়া বহুতলে রয়েছে বহু নামী সংস্থার দফতর। কাজ করেন অনেক কর্মীরা। আগুন লাগলে লিফট বা চলমান সিঁড়ি ব্যবহার করার নিয়ম নেই। কর্মী বা সাধারণ মানুষকে বাইরে বেরোতে হলে শপিং মলের পিছনে থাকা ‘ফায়ার এগজিট’ সিঁড়িই একমাত্র ভরসা। এদিকে অব্যবহারে সেই সিঁড়িতে জমেছে আবর্জনার স্তূপ। সেই সিঁড়ি দিয়েই নামতে হবে আটকে পড়া ক্রেতা থেকে কর্মী, সবাইকে। প্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি। সব মিলিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন- জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক জম্মু-কাশ্মীরের স্কুলে, জারি নির্দেশিকা

ঘন্টাতিনেকের চেষ্টায় কসবার এই অভিজাত শপিংমলের (Acropolis Mall) আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের ১৫টি ইঞ্জিন। স্কাই লিফটের বন্দোবস্ত করে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। মলের কাচ ভেঙে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়। আপাতত হতাহতের কোনও খবর নেই। কীভাবে অ্যাক্রোপলিস মলে আগুন লাগল, তা জানা যায়নি। কীভাবে আগুন লাগে অভিজাত শপিং মলে, তার তদন্ত হবে বলেই জানানো হয়েছে।

Latest article