প্রতিবেদন : ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে আগুন! এবার দিল্লি থেকে ইন্দোরগামী বিমানের রবিবার সকালে দিল্লি থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই মাঝআকাশেই বন্ধ হয়ে যায় একটি ইঞ্জিন। ককপিটের বিমানকর্মীরা আচমকাই মাঝআকাশে ডানদিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। বিমানে সাধারণত দু’টি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডানদিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাঁ দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। তাতেই দ্রুত বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। কিছুক্ষণের মধ্যে দিল্লি বিমানবন্দরে বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়।
যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন যাত্রীরা। মাঝআকাশে যেভাবে একটি ইঞ্জিনে আগুন ধরেছিল, তা ছড়িয়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন।
আরও পড়ুন- এসএসসি তালিকা জবাব দিল তৃণমূল