আজ, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ (Prince Anwar Shah) রোডের বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে আগুন খুব দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। কমপক্ষে দেড়ে ঘণ্টার প্রচেষ্টায় দমকলের পাঁচটি ইঞ্জিনের সাহায্যে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ঠিক কী ভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।
আরও পড়ুন-ছয় কেন্দ্রে রবিবাসরীয় প্রচারে ঝড় তৃণমূলের
হতাহত ভোরবেলা এমন এক অগ্নিকাণ্ডের ফলে এক যুবক আহত হয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকলের চেষ্টায় সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।এলাকা এখনও থমথমে। স্বাভাবিকভাবেই এভাবে আগুন লাগে চিন্তায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রীণ থানার পুলিশ। থানা লাগোয়া বস্তিতে আগুন লাগায় খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।