বারাকপুরে মলে ভয়াবহ আগুন

Must read

প্রতিবেদন : বারাকপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশে একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন (Fire)। মঙ্গলবার আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই দোকান। সঙ্গে আগুনের লেলিহান শিখা। ওই বহুতলের মধ্যে অনেকগুলি শোরুম রয়েছে। একটি নামকরা পোশাকের শোরুমও রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতেই। খবর পেয়ই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু হয়ে যায়। ভিড় জমে যায় রাস্তার ধারে। বারাকপুরের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এই আগুন লাগায় বন্ধ করে দেওয়া হয় রাস্তা। বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। যানজট নিয়ন্ত্রণে রাস্তায় নামে পুলিশ।

কর্মব্যস্ত সপ্তাহের দ্বিতীয় দিনে বারাকপুরের জনবহুল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শটসার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুনের আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- সমাজে মাফিয়াদের স্থান নেই, মালদহের মঞ্চে দুলালের ছবি রেখে ‘স্বজনহারা’ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার

Latest article