বেকবাগানের কাছে বহুতলে আগুন

Must read

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের (Beck Bagan) কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর। একের পরে এক এসি মেশিন পুড়ে যায়। সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভিতরে কারও আটকে থাকা সম্ভাবনা কম বলে মত স্থানীয়দের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই প্রথমে আগুন লাগে ৫১৫ নম্বর ঘরে। সেখান থেকেই দাউদাউ করে আগুনের শিখা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সারা বিল্ডিংটি কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক এসি মেশিন।

আরও পড়ুন- গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টা! জালে বিজেপি নেতা

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এজেসি বোস ফ্লাইওভার থেকে টানা জল দিয়ে তা নেভানোর চেষ্টা চালায়। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার, ওই বহুতলের অধিকাংশ অফিস বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সব কর্মীই নিরাপদে নীচে নেমে আসেন বলে খবর। বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

Latest article