ক্যানিংগামী লোকালে আগুন, নামানো হল যাত্রীদের

Must read

লোকাল ট্রেনে আগুন আতঙ্কে বুধবার সকালে চাঞ্চল্য শিয়ালদহ-ক্যানিং শাখায় (Canning local train)। মহিলা কামরা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে পড়ে যান যাত্রীরা। পিয়ালী স্টেশনে সব যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামতির কাজ শুরু করা হয়। এর জেরে প্রায় আধ ঘণ্টা বিঘ্নিত হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

সকালের শিয়ালদহ-ক্যানিং লোকাল (Canning local train) বুধবার কালিকাপুর স্টেশন অতিক্রম করার পরে মহিলা কামরার যাত্রীরা হঠাৎই ধোঁয়া দেখতে পান। পরের স্টেশনে যাত্রীরা ট্রেনের চালক ও গার্ডকে খবর দেয়। এরপরই পিয়ালি স্টেশনে নামিয়ে দেওয়া হয় সব যাত্রীদের। শুরু হয় মেরামতির কাজ।

আরও পড়ুন- প্রতারণার নয়া রেকর্ড বিজেপির! লড়কি বহিন প্রকল্পে কোটি কোটি টাকা পেলেন পুরুষরা, ধুয়ে দিল তৃণমূল

প্রাথমিকভাবে রেলের কর্মীদের অনুমান, ব্রেকব্লক থেকে বা শর্টসার্কিটের থেকে আগুন লাগার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেই ঘটনা বেশি খারাপ দিকে যাওয়ার আগেই যাত্রীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেনটি।

Latest article