ফের কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের (Hunger Ford Street) একটি বহুতলে আগুন লাগে। শুক্রবার দুপুরে ওই বহুতলের ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বাসিন্দাদের বাইরে বার করে আনা হয়েছে। দমকলের ৮টি ইঞ্জিনের প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্রের খবর, হাঙ্গারফোর্ড স্ট্রিটের (Hunger Ford Street) ওই বহুতলে অনেকের বসবাস। মিন্টো পার্কের ওই অঞ্চলে বেশ কয়েকটি স্কুল ও একাধিক হাসপাতাল রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- ফের বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর
আবাসনের বাসিন্দাদের অনুমান, গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। অনেকেই পোড়া গন্ধ পেয়ে বাইরে আসেন। তার কিছু ক্ষণের মধ্যে দেখা যায়, আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে যায়। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে আগুনের শিখা দেখা যায়। খবর যায় দমকলে। দমকলের ৮টি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চলছে কুলিং প্রসেস। কোথাও কোনও পকেট ফায়ার আছে কি না, তাও দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।