নিউটাউনের (Newtown) বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) শুরু হওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে আগুন। এদিনের অনুষ্ঠানে আসছেন দেশ-বিদেশের অতিথিরা ও শিল্পপতিরা। কিন্তু তার মধ্যেই বিপত্তি। বুধবার দুপুরে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড। এয়ারপোর্টের (Airport) ১০ নম্বর গেটে কনভেয়ার বেল্টের কাছে ফ্লেক্স দাউদাউ করে জ্বলে ওঠে। লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায়। খবর যায় দমকলে। তবে, বিমানবন্দরের (Airport) কর্মীরাই প্রথামিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন-‘ভয়াবহ গণহত্যা’, সুইডেনের স্কুলে বন্দুকবাজের হানায় মৃত ১০
কলকাতা বিমানবন্দরের ওই গেটের কাছে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আচমকা আগুন জ্বলে ওঠে। হাওয়ার দাপটে আগুন লাগে ফ্লেক্সে। দেশ-বিদেশের শিল্পপতিরা BGBS-এ যোগ দিতে আসার সময় বিমানবন্দর চত্বরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিমানবন্দরের কর্মীরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান, ওয়েল্ডিংয়ের সময় ফুলকি ছিটকে গিয়েই ফ্লেক্সে আগুন ধরে যায়। তবে, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।