নাগেরবাজারে আগুন নেভাতে বাধা পাচ্ছে দমকল, ঘটনাস্থলে মন্ত্রী

Must read

শুক্রবার কাকভোরে অগ্নিকাণ্ড দমদমের নাগেরবাজারে (Nagerbazar Fire)। ভোর তিনটে নাগাদ যশোর রোডের উপর একটি আইসক্রিম গোডাউনে আগুন লাগে। পাশেই ছিল গেঞ্জি কারখানা, আইটিসির গোডাউন, ওষুধ গোডাউন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইসক্রিম গোডাউনের এসি বাস্ট করেই আগু লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। বড় বড় গ্যাস সিলিন্ডার দ্রুত আনা হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় শুরু থেকেই দমকল কর্মীদের একটু অসুবিধায় পড়তে হয়। টিনের সেড ভেঙে আগুন নেভাতে গিয়ে দেরি হচ্ছে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পুরোপুরি না হলেও খানিকটা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

আরও পড়ুন- শারদ-উদ্ধবের সঙ্গে আজ বৈঠকে নেত্রী, কথা হবে অখিলেশের সঙ্গেও

এই ঘহটনায় হতাহতের কোনও খবর নেই। সকাল হতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ফায়ার সেফটির ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ উঠছে। সাড়ে চারটের মধ্যে ফরেন্সিকের প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। পাশাপাশি কারখানাগুলি ভস্মীভূত হয়ে যাওয়ায় বহু মানুষ কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে। এখনও বেশ কিছু অংশে ধিকিধিকি আগুন জ্বলছে (Nagerbazar Fire)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

Latest article