তপসিয়ার পরে নিউ আলিপুরে (new alipore) ঝুপড়িতে আগুন। দুর্গাপুর ব্রিজ সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগার ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, উপস্থিত রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার।
আরও পড়ুন- বাংলার বাড়ির টাকা বড়দিনের মধ্যেই ১২ লক্ষ অ্যাকাউন্টে
পুড়ে ছাই বস্তির একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
গতকাল তপসিয়ার বস্তি ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছে। খোলা আকাশের নীচে বাস করছেন ঘর হারানো বাসিন্দারা। ওই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ আগুন।