স্টিফেন কোর্টের স্মৃতি উসকে অগ্নিকাণ্ড পার্কস্ট্রিটে (park street)। শুক্রবার পার্ক হোটেলের উল্টো দিকে কুইনস মেনশনের একতলার এক মিষ্টির দোকানে আগুন লাগে। স্থানীয়রা সাড়ে বারোটা নাগাদ দমকল ইঞ্জিনে খবর দেন। ঘটনাস্থলের চারটে ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন-ধুলিয়ানে সিট-ফরেনসিক টিম, শুরু নমুনা সংগ্রহ
তবে কীভাবে এই আগুন লাগলো তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেননি দমকল আধিকারিক বা দোকান কর্তৃপক্ষও। এই এলাকা খুব জনবহুল এবং ছোট-বড় অনেক দোকান পাশাপাশি। ফলে আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর আগে গত ১০ এপ্রিল পার্ক স্ট্রিটে হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে।