ভয়াবহ আগুন রামগড় বাজারে, পুড়ে ছাই ৪০টি দোকান

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে বাঘাযতীনের রামগড় বাজারে (ramgarh market)। শীতের রাতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেরে খবর দেন দমকলে। বাজারে থাকা কমপক্ষে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধায়ক দেবব্রত মজুমদার। ইতিমধ্যেই এই নিয়ে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে তাঁদের। আচমকা এই ক্ষতি হওয়ায় ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাউন্সিলর জানান, যেহেতু ব্যবসায়ীদের কোনও বিমা করা নেই তাই বাজারের পুনঃনির্মাণ এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানানো হবে। আপাতত অগ্নিদগ্ধ বাজার চত্বর ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন- রবিবার আটঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

Latest article