ভয়াবহ অগ্নিকাণ্ড রানিহাটি নাবঘরা মাছ বাজারে। এর ফলে ভস্মীভূত প্রায় ৫০- ৬০ টি দোকান। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ আগুন লাগে। সেখানে ছিল পলিথিন, বাঁশ কাঠের অস্থায়ী দোকান। পলিথিন এবং থার্মোকল বাক্স থাকার জন্যই খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পরে সমস্ত বাজারেই। ব্যবসায়ীরা পুলিশে এবং দমকলে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে।
আরও পড়ুন-কুড়ুল হাতে স্কুলের মধ্যেই হামলা ব্যক্তির, মৃত ৪ শিশু, থমথমে ব্রাজিল
এই ঘটনার ফলেই জাতীয় সড়কে কোলাঘাট কামেলেরে যান চলাচল সমস্যা হয়। পুলিশের তৎপরতায় যদিও খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয় সবকিছুই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দমকল আসতে দেরি করেছে। দমকল আসার আগেই অধিকাংশ দোকান পুড়ে ছাই। প্রাথমিকভাবে আগুন নেভাতে এগিয়ে যায় ব্যবসায়ী এবং স্থানীয় মানুষ। বাজার এর পাশের এলাকা থেকে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা।