শিয়ালদহ স্টেশন চত্বরের ‘ফুড কোর্ট’-এ আগুন

Must read

আচমকা আগুন শিয়ালদহ (Sealdah food court) স্টেশনের সংলগ্ন খাবারের দোকানে। শনিবার বিকেলে সোয়া চারটে নাগাদ শিয়ালদহ স্টেশনের পাশে থাকা ‘ফুড কোর্ট’-এ আগুন লাগে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

আরও পড়ুন- সাংবাদিক লঙ্কেশ হত্যাকাণ্ডে শেষ অভিযুক্তরও জামিন! উঠছে প্রশ্ন

এদিন শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে থাকা ‘ফুড কোর্ট’-এ (Sealdah food court) হঠাৎই আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে পুরো দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা চালায়। স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় স্টেশন চত্বরে। ফায়ার বল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পরে যায় আরও একটি ইঞ্জিন। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেই চেষ্টায়ই চালানো হচ্ছে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানানো হয়নি।

Latest article