বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তামিলনাড়ুর (Tamil Nadu) ডিন্ডিগুলের হাসপাতালে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে একজন শিশু-সহ ৭ জন। আহত ২০।
রাত ন’টা নাগাদ আগুন লাগে তামিলনাড়ুর (Tamil Nadu) ওই হাসপাতালে। কয়েকমিনিটের সেই আগুন লাগার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। আগুন মুহূর্তের মধ্যে একতলা থেকে তিন তলায় ছড়িয়ে পরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- মদ্যপ চালকদের দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ লালবাজারের
খবর দেওয়া হলে দ্রুত পুলিশ ও দমকল আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের কর্মীরা জানান, হাসপাতালের লিফ্টে একাধিক মানুষ আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।