তপসিয়ায় বিধ্বংসী আগুন

Must read

প্রতিবেদন : সাতসকালে শহরে অগ্নিকাণ্ড। সোমবার সকালে তপসিয়ার (Tapsia) একটি অ্যালুমিনিয়াম কারখানায় আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকলে। খবর পেয়ে প্রথম দমকলের দুটি ও পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। সর্বশেষ খবর, গোটা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে কীভাবে ওই কারখানায় আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন- এখনই কাজে ফিরুন ডাক্তাররা, বিরাট মিছিল সেই সল্টলেকেই

Latest article