চলন্ত মালগাড়ির ইঞ্জিনে আগুন, ব্যাহত ট্রেন চলাচল

মালগাড়িটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল। সেইসময় মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা।

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের বিপত্তি রেলে। আবারও রেলের রক্ষণাবেক্ষণের অভাব সুস্পষ্ট। এবার চলন্ত মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। শনিবার বিকেলে হাওড়া-আমতা শাখার বালিটিকুরির কাছে এই ঘটনা ঘটে। দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত এসে আগুন নেভায়। এর জেরে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন বহু যাত্রী।

আরও পড়ুন-পুর পরিষেবার হাল-হকিকত জানতে সোমবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

মালগাড়িটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল। সেইসময় মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। মালগাড়ির চালক জরুরি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন। চালক ও সহচালক কোনওমতে প্রাণে বাঁচেন। দমকল গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, রেলের রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা।

Latest article