বিধ্বংসী আগুন ছাই ২০০ ঝুপড়ি

Must read

প্রতিবেদন : শীতের শহরে ফের ভয়াবহ আগুন। তপসিয়ায় (Topsia) বি এন রোডের কাছে বস্তিতে বীভৎস আগুন। ঘটনাস্থলে আসে ২০টি ইঞ্জিন। দমকলমন্ত্রী সুজিত বসু পৌঁছোন ঘটনাস্থলে। জানা গিয়েছে ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্যপদার্থ মজুত ছিল। এমনকী বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুক্রবার বেলা বারোটা নাগাদ সায়েন্স সিটির কাছে এই বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে। তবে লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে দমকলকে আগুন নেভাতে প্রথম দিকে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়। দমকল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। কয়েকজন শিশুর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রত্যেককেই নিরাপদভাবে উদ্ধার করার চেষ্টা করছে প্রশাসন। দমকলমন্ত্রী জানান, কীভাবে আগুন লেগেছে খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনেছি। সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। যদিও কী থেকে আগুন লেগেছে সেই বিষয়টি স্পষ্ট নয়।

আরও পড়ুন- জয়পুরে পেট্রল পাম্পের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, মৃত ৫

Latest article